রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরির সময় আটক ২

|| সারাবেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট) ||

রামপাল তাপবিদ্যু থেকে তার চুরি করে পালানোর সময় পিকআপ সহ ২ চোরকে আটক করেছে পুলিশ ৷  সোমবার ১৯ জুলাই ভোররাতে চেয়ারম্যান মোড় থেকে তাদের আটক করা হয় ৷ উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া প্রায় ৪০০ কেজি তামার তার ৷

এই ঘটনায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান বিএইচইএল কোম্পানির প্রদীপ কুমার বেরা বাদী হয়ে  রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন ৷

রামপাল থানার ওসি মো. সামসুদ্দীন জানান, তাপবিদ্যুত কেন্দ্র থেকে রাতের অন্ধকারে তার চুরির ঘটনা জানতে পেরে রামপাল থানা পুলিশের একটি দল খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় অবস্থান নেয় ৷ এরপর সন্দেহজনকভাবে একটি পিকাপ থামিয়ে তল্লাসি চালানো হলে, পিকাপ থেকে চুরি যাওয়া তার পাওয়া যায়৷

এ ঘটনায় ফকিরহাট এলাকার সবেদ আলী গাজীর পুত্র হাসান গাজী (৩২) এবং কাটাখালী এলাকার লাভলু শেখ এর পুত্র মোঃ হৃদয় শেখ (২৩) কে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের আদালতে সোপর্দ করা হবে ৷ উদ্ধার করা মালামালের মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা বলে জানান ওসি।

 

সংবাদ সারাদিন