রামপালে সেনা সদস্যদের টহল অব্যাহত 

|| সারাবেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট) ||

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী কঠোর লকডাউন চলছে ৷ তারই ধারাবাহিকতায় রামপালে শুরু হয়েছে প্রশাসনের ব্যাপক কঠোরতা ৷

রোববার ২৫শে জুলাই লকডাউনের তৃতীয় দিনে মানুষকে সচেতন করার পাশাপাশি সরকারী নির্দেশ কার্যকর করতে উপজেলা প্রশাসন ও পুলিশের পাশাপাশি টহল দিয়েছে সেনা সদস্যরা ৷

লকডাউনের তৃতীয় দিনে মহাসড়কে গণপরিবহন না চললেও ব্যাক্তিগত যানবাহনের পরিমান বেড়েছে ৷ স্থানীয় বড় বাজার ফয়লাহাটে সাপ্তাহিক হাট বসায় সবজি কেনার জন্য ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে ৷ অপ্রয়োজনে বাইরে আসা লোকজনকে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখেও পড়তে হয়েছে ৷

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমন নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ এবং ইউনিয়ন পর্যায়ে গঠিত কমিটির সদস্যরা কাজ করছে ৷ সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল জোরদার করা হয়েছে ৷ পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন ও সেনাসদস্যদের টহল দিতে দেখা গেছে ৷

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার আব্দুস সাত্তার এর নেতৃত্বে সেনাসদস্যরা মাঠে আছেন ৷

সংবাদ সারাদিন