রামপালে সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণের পর ধর্ষণে আটক ১জন

ছায়রাবাদের আমজাদ শেখের ছেলে হালিম শেখ (২৩) স্থানীয় ফয়লাবাজার থেকে শিক্ষাথীর্ কে অপহরণ করে খুলনায় নিয়ে যায়৷ সেখানে তাকে একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে একাধিকবার ধর্ষন করে ৷

|| সারাবেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট) ||

বাগেরহাটের রামপালে ৭ম শ্রেনীর এক ছাত্রীকে অপহরনের পর ধর্ষন করার অভিযোগ উঠেছে ৷ নাবালিকা কন্যার বাবা বাদী হয়ে রামপাল থানায় একটি ধর্ষন মামলা করেছেন ৷ মামলা নম্বর ২৬, তারিখ ২৬শে মার্চ ২০২১ ৷ 

পুলিশ এবং মামলা সূত্রে জানা যায়, উপজেলার কুমলাই গ্রামের ঐ শিক্ষার্থীকে বৃহস্পতিবার ১৮ই মার্চ, ছায়রাবাদের আমজাদ শেখের ছেলে হালিম শেখ (২৩) স্থানীয় ফয়লাবাজার থেকে শিক্ষাথীর্ কে অপহরণ করে খুলনায় নিয়ে যায়৷ সেখানে তাকে একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে একাধিকবার ধর্ষন করে ৷

সুযোগ পেয়ে ধর্ষনের শিকার নাবালিকা সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে৷ এরপর পরিবারের কাছে ঘটনা খুলে বললে তার বাবা বাদী হয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে শুক্রবার থানায় মামলা করেন।  

রামপাল থানার ওসি মো. সামসুদ্দিন জানান, মামলা করার পরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হালিম শেখকে আটক করেছে৷ তাকে আদালতে পাঠানো হবে।

সংবাদ সারাদিন