রামপাল(বাগেরহাট) প্রতিনিধি:
রামপালে ঘূর্নিঝড় আমফানের প্রভাবে ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে ৷ বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ঝড়ো হাওয়ার তীব্রতা ৷ গতকাল রাত থেকে বিভিন্ন এলাকায় বন্ধ আছে বিদ্যুত সংযোগ ৷ কয়েকটি মোবাইল কোম্পানির ফোরজি ও থ্রিজি ইন্টারনেট কানেকশন ব্যাবহার অনুপযোগী হয়ে পড়েছে ৷ নদীতে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পেতে শুরু করেছে ৷ উপজেলা প্রশাসনের তৎপরতায় গতকাল থেকে সাইক্লোন শেল্টার এবং সম্ভাব্য আশ্রয়কেন্দ্র খুলে রাখা হয়েছে ৷ তবে দুএকটি আশ্রয়কেন্দ্র ছাড়া বাকীগুলোতে এখনও পর্যন্ত কেউ আশ্রয় গ্রহন করেনি ৷ আমফানের সম্ভাব্য ক্ষতি এড়াতে উপজেলা প্রশাসন এবং রামপাল থানার উদ্যোগে মাইকিং করে লোকজনকে নিরাপদ আশ্রয়ে নেবার প্রস্তুতি চলছে ৷ এর আগে ঘূর্নিঝড় সিডর এবং আইলা এই এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিলো ৷ একদিকে মহামারী করোনা অন্যদিকে আমফান এর প্রভাব উপকূলের মানুষগুলোর জীবন দূর্বিসহ করে তুলেছে ৷
সসা/অমিত/নাআ/সেখা