অনলাইন প্রতিনিধি, রামপাল (বাগেরহাট)
করোনা ভাইরাস রুখতে এলাকায় বাইরের লোকজনের প্রবেশ নিয়ন্ত্রণে প্রবেশদ্বার নির্মাণ করেছে স্থাণীয়রা। উপজেলার হুড়কা ইউনিয়নের ভেকটমারী-বেলাই অংশের ঢুকতেই রয়েছে এই প্রবেশদ্বার৷
হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার ও স্থানীয়দের সহায়তায় এটি বসানো হয়েছে । রামপালের এই ইউনিয়নেই সর্বপ্রথম এ ব্যাবস্থা চালু করা হয়েছে বলে দাবি স্থানীয়দের ৷
এলাকার সব প্রবেশ পথেই বাঁশের বেড়া দেওয়া হয়েছে, যাতে লোকজন ইচ্ছেমতো ঢুকতে বা বাইরে যেতে না পারে ৷ প্রবেশপথের প্রধান মুখে রাখা হয়েছে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা । পালাক্রমে এলাকার যুবকরা এই কাজে সহায়তা করছে ৷ এলাকায় বাইরের লোকজনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে৷ জরুরী প্রয়োজন ছাড়া এলাকা থেকে কাউকে বাইরে যেতেও দেওয়া হচ্ছে না।
হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার জানান, আমরা এলাকার লোকজনের সহায়তায় এই কার্যক্রম বাস্তবায়ন করতে পেরেছি৷ এতে এলাকার লোকজন নিজেরাই সুরক্ষিত থাকবে৷ করোনা পরিস্থিতিতে আমাদের মতো সবাই যদি প্রতিটি এলাকায় এভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, তাহলে হয়তো সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। #