মেহেরপুরে তালের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন

|| সারাবেলা প্রতিনিধি, মেহেরপুর ||

মেহেরপুরে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের একটি রাস্তায় তালের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন চারা রোপন কর্মসূচির প্রধান অতিথি মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের অগ্রাধিকার প্রকল্পের সাথে সামঞ্জস্য রেখে বনায়ন মেহেরপুর শাখা ১ হাজার তালের চারা রোপণের কার্যক্রম হাতে নেয়। তারই অংশ হিসাবে এসব চালের চারা রোপণ কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃটিশ আমেরিকান টোবাকোর রিজিওনাল ম্যানেজার ফাহাদ তালুকদার ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

এ সময় আরো উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, গাংনী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও মনিরুজ্জামান মনি মাস্টার, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিটিভির মেহেরপুর প্রতিনিধি আলামিন হোসেন, মেহেরপুর জেলা পরিষদের সদস্য তৌহিদ মুর্শেদ অতুল বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান প্রমূখ।

সংবাদ সারাদিন