নড়াইলে কেয়ারগিভারস ইনস্টিটিউটের উদ্বোধন করলেন মাশরাফি

|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||

নড়াইলে কারিগরি ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান কেয়ারগিভারস ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা

মঙ্গলবার ২৯শে ডিসেম্বর দুপুরে নড়াইল শহরের আশ্রম সড়কে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন তিনি।

বক্তারা বলেন, এসএসসি বা সমমানের পাস শিক্ষার্থীরা কেয়ারগিভারস থেকে ফাস্ট এইড, নার্সিং, ফিজিওথেরাপি, নিউট্রিশন, সাইকোলজি, ডিমেনশিয়া ম্যানেজমেন্ট, অটিজম কেয়ার, হাউজ কিপিং ও স্পোকেন ইংলিশ বিষয়ে ছয় মাসের কোর্স শেষ করে দেশে-বিদেশে দক্ষ জনশক্তি হিসেবে চাকুরির সুযোগ রয়েছে।  কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশ এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার বাসীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম মানিক, ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান প্রধান, পরিচালক ইঞ্জিনিয়ার জামাল হোসেন, নড়াইল শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা করিম আলী আবু সিনা, অধ্যক্ষ ফাতেমা ইসলাম, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ বরকত, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাংবাদিক অশোক কুন্ডুসহ অনেকে।

নড়াইলসহ দেশে ৫০টি শাখার মাধ্যমে কেয়ারগিভারস ইনস্টিটিউট শিক্ষাদান করছ।

সংবাদ সারাদিন