|| সারাবেলা প্রতিনিধি , মাগুরা ||
মাগুরায় সোমবার রাতে আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ । আটককৃতরা হলো আব্দুল মান্নান (২০) ও মুসাক মোল্যা (২০) । তাদের উভয়ের বাড়ি মাগুরা মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান,গত ১৯ জুন রাতে মাগুরা-নড়াইল সড়কের বাটাজোড় নামকস্থানে রাস্তায় গাছের গুড়ি ফেলে আব্দুল মান্নান,মুসাকসহ সংঘবদ্ধ ডাকাত চক্র পথ রোধ করে পথচারীদের নগদ অর্থ,স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় । পরে মাগুরা সদর থানায় মামলা হয় ।
পুলিশ গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মাদারীপুর সদর থেকে এজাহারভুক্ত আসামী আব্দুল মান্নান (২০) ও মুসাক (২০) কে আটক করতে সক্ষম হয় । আটককৃত দুই ডাকাত সদস্যরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশের ধারণা । এদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় ১ টি মামলা রয়েছে ।