|| সারাবেলা প্রতিনিধি, মাগুরা ||
মাগুরার সদর উপজেলায় স্বামীকে বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে যশোরের র্যাব-৬। আটক দুই যুবককে নির্যাতনের শিকার নারী ও তাঁর স্বামী চিহ্নিত করেছেন বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরবর্তীতে তাঁদেরকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আটক দুজন হলেন মাগুরা সদর উপজেলার ছোনপুর গ্রামের আশরাফ হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৪) ও একই উপজেলার চাপড়া গ্রামের মৃত গোলাম রসুল মোল্লার ছেলে মো. আসাদ মোল্লা।
যশোর র্যাব-৬–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম সারোয়ার হুসাইন বলেন, মাগুরা সদর থানায় হওয়া একটি ধর্ষণ মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সোমবার রাতে মাগুরা সদর উপজেলার বাটিকাবাড়ি বাজার থেকে ওই দুই যুবককে আটক করা হয়। পরে ভুক্তভোগী নারীতাঁদের চিহ্নিত করেন।
মাগুরাসদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, শনিবার রাতে হওয়া ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে পুলিশের হাতে হস্তান্তর করেছে র্যাব। তাঁরা এই ঘটনায় জড়িতকিনা, তা যাচাই–বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, রোববার ওই গৃহবধূর করা মামলায় অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়েছে।