।। সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা।।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ একটি গাঁজার গাছের বাগান ধ্বংস করছেন।
এ অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা পরিদর্শক বেলাল হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তরের কুষ্টিয়ার আভিযানিক দল অংশ নেন। উপজেলার লালনশাহ সেতু এলাকায় রেল লাইনের পাশে অবৈধভাবে এ গাঁজার বাগান গড়ে তুলেছিল এলাকার মাদক ব্যবসায়ীরা। সেখানে অভিযান চালিয়ে উৎপাদন নিষিদ্ধ ৫৫টি গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়।
এ ঘটনায় বাগানের মালিককে আটক করা না গেলেও সন্দেহভাজনদের মধ্যে বাহিরচর বারোদাগ এলাকার রাহাত আলীর ছেলে রাকিব নামে ১জনকে আটক হয়। ভেড়ামারা থানায় মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ বলেন, গাছগুলোর বয়স প্রায় ৮ মাস। আশেপাশে অনেকেই কলা চাষ করে, তারা বিষয়টি গোপন করেছে বা তাদের ইন্ধনে এহেন বিশাল অপকর্ম লুকিয়ে চলছিল। তিনি আরো বলেন, জড়িত অনেকে এখন তারা নির্দোষ সাজার চেষ্টা করছে। তদন্তে যাদের নাম পাওয়া যাবে সবার নামে মামলা করা হবে।