ভেড়ামারায় ২ ছিনতাইকারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনে জোরপূর্বক যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করার সময় হাতেনাতে ছিনতাইকারীকে আটক করা হয়। পরে তাঁদের প্রত্যেককে ৬মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যামান আদালত।

|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা ||
কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনে জোরপূর্বক যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করার সময় হাতেনাতে ছিনতাইকারীকে আটক করা হয়। পরে তাঁদের প্রত্যেককে ৬মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যামান আদালত।

শুক্রবার ১১ সেপ্টেম্বর দুপুরে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট সোহেল মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করে দু’জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

    আটককৃতরা হলেন, ভেড়ামারা পৌরসভার ফারাকপুর এলাকার শামসুলের ছেলে রাসেল (৩২)এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পৌরশহরের এমএস রোডের আবুবক্কারের ছেলে সেন্টু (৩৩)। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, এরা দীর্ঘদিন ভেড়ামারা রেলস্টেশনে যাত্রীদের মালামাল ছিনতাইয়ের সাথে যুক্ত। রাসেল ইতোপূর্বে করোনাভাইরাস মোকাবিলায় ফোন দিয়ে একাধিকবার একাধিক নামে ত্রাণ নিয়ে আমাদের হাতে ধরা পড়েছিলেন। আর এমন করবেন না মর্মে মুচলেকা দিয়ে তখন সে ছাড়া পান।


    এছাড়াও কলেজপাড়ার কালামের ছেলে মামুন(৪০)কে গাঁজা সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান তিনি।  

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    সংবাদ সারাদিন