ভেড়ামারায় স্ত্রী ও শাশুড়িকে প্রাক্তন স্বামীর এসিড নিক্ষেপ

|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া) ||

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাক্তন স্বামী কর্তৃক নিক্ষিপ্ত এসিডে দগ্ধ হয়েছেন মিনা খাতুন(৩০) ও তার মা বেবি খাতুন(৬০)। এসিড নিক্ষেপ করে শরীরের বিভিন্ন জায়গা ঝলছে দিয়েছে মিনা খাতুনের প্রাক্তন স্বামী রিন্টু আলী (৪০)। সে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়ী পাড়া গ্রামের মুক্তার হোসেনের পুত্র। 

রবিবার ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা  উপজেলার মোকারিমপুর ইউনিয়নের দামুকদিয়া হাইস্কুল ফুটবল মাঠের পাশে এ ঘটনা ঘটে। আহত মৃত শাহজাহান খানের মেয়ে মিনা খাতুন ও তাঁর মা বেবি খাতুনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

    মিনা খাতুনের চাচাত ভাই বাবর জানান, আমার বোনের ২বছর আগে বাহাদুরপুর গ্রামের মোক্তার আলীর ছেলে রিন্টু আলীর সাথে সম্পর্ক করে  বিয়ে হয়। এর কিছুদিন পরেই জানতে পারি, সে অনেক আগে গোপনে বিয়ে করেছে তার ওই পক্ষের তিনটা সন্তান রয়েছে। এ অবস্থায় আমরা খোঁজ নিয়ে জানতে পারি সে নেশাগ্রস্ত তার পর আমার বোনকে ছাড়িয়ে( তালাক) নেই।

    এর পর মাঝে মধ্যেই সে ফোনে আমার বোনকে উত্যক্ত করতো এবং হুমকি দিত। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার বোন বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা প্রাত্তন স্বামী রিন্টু এসিড নিক্ষেপ করে। এসময় তার চিৎকারে মা ছুটে এলে তাঁকেও এসিড নিক্ষেপ করে। এসময় মিনার হাতে থাকা টর্চ লাইটের আলোতে রিন্টুকে দেখে ফেলে চিৎকার দিলে সে দ্রুত পালিয়ে যায়। 

    ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল আমীন জানান, রোগীদের অবস্থা গুরুতর নয়। নিক্ষিপ্ত পদার্থটি এসিড কিনা তা ফরেনসিক রিপোর্ট ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।

    ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ফোর্স নিয়ে এলাকায় আসামীকে গ্রেফতারে পু্লিশী অভিযান অব্যাহত রয়েছে। মিনা খাতুনের চাচাতো ভাই বাবর আলী বাদী হয়ে রিন্টুকে আসামী করে  থানায় মামলা দায়ের করেছে।

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    সংবাদ সারাদিন