ভেড়ামারায় শিক্ষকদের খাদ্যসহায়তা দিল স্থানীয় বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ

উপজেলার সাড়ে তিন শ' শিক্ষককে খাদ্যসহায়তা দিয়েছে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। বৃহস্পতিবার স্থানীয় ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের উদ্যোগে উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের সাড়ে তিন শ' শিক্ষককে ঈদসামগ্রি দেওয়া হয়

|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা(কুষ্টিয়া) ||

উপজেলার সাড়ে তিন শ’ শিক্ষককে খাদ্যসহায়তা দিয়েছে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। বৃহস্পতিবার স্থানীয় ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের উদ্যোগে উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের সাড়ে তিন শ’ শিক্ষককে ঈদসামগ্রি দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল মারুফ, বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট ম্যানেজার ও ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন, তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার (পরিচালন) রবিউল আওয়াল, তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার (মেইনটেইনস) ব্রজেন্দ্র কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, সজীব কুমার মন্ডল, হাবিবুর রহমান, বিমল চন্দ্র রায়, ডেপুটি ম্যানেজার (কেমিক্যাল) রকিব হাসানসহ আরো অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন