ভেড়ামারায় ধর্ষণচেষ্টায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা

জেলার ভেড়ামারার হিড়িমদিয়ায় হিন্দু সম্প্রদায়ের এক কলেজ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ২ সন্তানের বাবা স্থানীয় হাফিজুলের বিরুদ্ধে। ইতোমধ্যেই তার বিরুদ্ধে মামলাও করেছেন ছাত্রী নিজেই। মামলা নন্বর ৪। গত ১১ তারিখে স্থানীয় সরকারি মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী বাদী হয়ে মামলাটি করেছেন ভেড়ামারা থানায়।

|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া) ||

জেলার ভেড়ামারার হিড়িমদিয়ায় হিন্দু সম্প্রদায়ের এক কলেজ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ২ সন্তানের বাবা স্থানীয় হাফিজুলের বিরুদ্ধে। ইতোমধ্যেই তার বিরুদ্ধে মামলাও করেছেন ছাত্রী নিজেই। মামলা নন্বর ৪। গত ১১ তারিখে স্থানীয় সরকারি মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী বাদী হয়ে মামলাটি করেছেন ভেড়ামারা থানায়।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জনা যায়, ছাত্রীর বিধবা মা গত ১০ই অক্টোবর সরকার ঘোষিত ১০টাকা কেজি চাউল বিক্রির খবর জানাতে মেয়েকে প্রতিবেশী ফজল মন্ডলের বাড়িতে পাঠায়। মেয়েটি খবর জানিয়ে বাড়িতে ফেরার পথে তাকে হাফিজুল জাপটে ধরে নিজের ঘরে নেওয়ার চেষ্টা করে এবং শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। মেয়েটির চিৎকারে প্রতিবেশী শহিদুল ও দেবীলাল এসে তাকে উদ্ধার করে। এসময়ে হাফিজুল পালিয়ে যায়।

ছাত্রীর মা জানান, হাফিজুলের ভাগ্নে জামাল ও তার সাঙ্গপাঙ্গরা তাদের বাড়ির আশপাশে ঘোরাঘুরি করছে। এবং নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। এতে করে তারা সবাই নিরাপত্তাহীন হয়ে পড়েছেন। তিনি রাষ্ট্রের কাছে নিরাপত্তা দাবি করেছেন।

এদিকে হাফিজুলের বাবা মুল্লুক চাঁদ বলেন, আমি আমার ছেলের বিচার চাই, ছেলের চাচাতো ভাই আনারুল জানান, ঘটনার বিচার চাই, ওকে পেলে কঠিন ধোলাই দেবো। এলাকাবাসী এবং নির্যাতিতা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিধবা মা ও মেয়ে এর বিচার এবং নিরাপত্তা চেয়েছেন।

ভেড়ামারা থানার ওসি(তদন্ত) মো. জহিরুল ইসলাম, জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা নেওয়া হয়েছে। আসামী পালিয়ে রয়েছে। আসামীকে ধরতে জোর চেষ্টা চলছে। ভিকটিমদের নিরাপত্তার জন্য পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন