|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া) ||
কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম ডাবলু আর নেই। ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার মধ্যরাতে মারা গেছেন তিনি। এরআগে গেল রোববার রাতে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন ডাবলু। তাঁকে সোমবার সকালে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং সেখান থেকে অধিকতর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বুধবার বাদ জোহর ভেড়ামারা ডিগ্রি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে ফারাকপুর গোরস্থানে দাফর করা হয় তাঁকে।
কলেজ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম ডাবলুর মৃত্যুতে ভেড়ামারার ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।