বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

“শিশু বঙ্গবন্ধু’রা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে শ্রদ্ধা জানায় জাতির পিতার প্রতি।

|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||

মুজিব জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে বাগেরহাটে। তোপধ্বনি, আনন্দ র‌্যালি, শিশুসমাবেশ, শতকণ্ঠে জাতীয় সংগীত, মোনাজাত ও প্রার্থনা, সাজসজ্জা, কেক কাটা, মিষ্টি বিতরণ, আলোকসজ্জা, চিত্রাংকন-রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আতশবাজি উৎসব, উন্নতমানের খাবার পরিবেশন-সহ নানা আয়োজনে জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির ১০১ তম জন্মদিন পালিত হয়।

জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক-এর নেতৃত্বে এদিন সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধ্যার্ঘ অর্পন করেন।

পুলিশ সুপার কে এম আরিফুল হক, ডিডিএলজি দেব প্রসাদ পাল, সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিম, মো: শাহিনুজ্জামান, আওয়ামী লীগ নেতা এ্যাড: ফরিদ উদ্দিন, এ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ভুঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ বকসী, নারী নেত্রী রিজিয়া পারভীন, শরীফা খানম, সীতা রানী দেবনাথ পারভীন আহম্মেদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

“শিশু বঙ্গবন্ধু’রা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে শ্রদ্ধা জানায় জাতির পিতার প্রতি।

সংবাদ সারাদিন