|| সারাবেলা প্রতিনিধি , বাগেরহাট ||
বাগেরহাটে রাতে গাছ কেটে একের পর এক কৃষকের ক্ষেত ধ্বংস করার প্রতিবাদে শুক্রবার মানববন্ধন ও সমাবেশ করেছেন কৃষকেরা। ক্ষেতের ফসল নষ্ট করা দুর্বৃত্তদের অবিলম্ভে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গজালিয়া ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্থ কৃষক-সহ সর্বস্তরের এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গজালিয়া ইউপি সদস্য দেলোয়ার হোসেন শিকদার, ক্ষতিগ্রস্ত চাষি নাঈম মৃধা, দাউদ মৃধা, অদুদ মৃধা, রুহুল মৃধা, মজিবুর রহমান, সিরাজুল ইসলাম, মোবাশ্বের আলী, শহিদুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ। বক্তারা বলেন, গত এক সপ্তাহে রাতের আঁধারে গজালিয়া, বিসারখোলা এলাকায় কমপক্ষে ২০ জন চাষির কয়েক একর জমির টমেটো, লাউ, সিম, শশাসহ বিভিন্ন ফসলের গছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে চাষিদের ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ফলে ক্ষতিগ্রস্থ চাষিরা চরম দুর্বিপাকে পড়েছেন।
রাতে ক্ষেতের সব সিম গাছ ফলনের মুখে কেটে ফেলার পর আহাজারি করতে করতে মোল্লাহাট উপজেলার গিরিশনগর এলাকায় দরিদ্র কৃষক আব্দুল কাদের সেখ বলেন, ‘আমার একটা হাত কেটে দিলেও আমি এত কষ্ট পাইতাম না, আমারে ভিখারী বানাইয়ে দেছে, আমি কি করে বাঁচবো…।” তার ১৮ শতক জমির ক্ষেত গত ১৭ নভেম্বর রাতে দুর্বৃত্তরা ধ্বংস করে দিয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে তার। সুপারী চুরির প্রতিবাদ করায় এলাকার চিহ্নিত দুর্বৃত্ত আলামিন সেখ এঘটনা ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্থ কৃষক কাদের সেখ অভিযোগ করেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও থানায় জানানোর পরে এখনও কোন সুবিচার পাননি।
গত ১৫ নভেম্বর রাতে মোল্লাহাটের সরসপুর গ্রামের তুষার বিশ্বাসের ২৫০০ ফলন্ত টমেটো গাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। এতে কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি এখন নি:স্ব। ঋণগ্রস্থ। জনপ্রতিনিধি ও থানায় ধর্ণা দিয়ে আজও কোন প্রতিকার পাননি।
অনুরূপ কচুয়া উপজেলার গজালিয়া এলাকায় গত এক সপ্তাহে প্রায় ২০ জন চাষির কয়েক একর জমির সবজির গাছ কেটে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে দাউদ মৃধার ৭৪ শতক জমির ১৩শ’ ও অদুদ মৃধার ১৫শ’ টমেটো গাছ এবং খোকন মৃধার শতাধিক লাউ এবং ৮০টি টমেটো গাছ, রুহুল মৃধার ২শ’ টমেটো গাছ কেটেছে গত মঙ্গল ও বুধবার (১৭, ১৮ নভেম্বর) রাতে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতেও একই এলাকার হিন্দুপাড়ার বেশ কয়েকজন চাষির শশা, টমেটো, লাউ, কুমড়াসহ বিভিন্ন সবজি গাছ কেটে ফেলেছে চক্রটি।
একইভাবে কচুয়া, মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারী ও সদর উপজেলায় গত এক সপ্তাহে কমপক্ষে অর্ধশত চাষির ঘেরে বিষ দিয়ে মাছ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কেবলমাত্র চুরি নয়, শত্রুতাশোধ নিতেও এ অপকর্ম করা হচ্ছে। ঋনের টাকা আর অশেষ শ্রমের ফসল এভাবে ধ্বংস হওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন চাষিরা।
একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দুর্বৃত্তায়নে অতিষ্ট হয়ে উঠেছেন এলাকার চাষিরা। চক্রটির হাত থেকে ফসল বাঁচতে আতঙ্কিত চাষিরা নানা উপায় াবলম্ভন করছেন। কেউ কেউ ক্ষেতের পাড়ে মাঁচা বানিয়ে ঘুমানো শুরু করেছেন। তারপরও ক্ষেতের ফসল রক্ষা করতে পারছেন না।
গজালিয়া ইউপি চেয়ারম্যান এস এম নাছির উদ্দিন বলেন, আমার ইউনিয়নের সকল কৃষক এখন ক্ষেতের ফসল রক্ষায় উৎকণ্ঠিত। সুদে টাকা এনে চাষাবাদ করার পর রাতে দুর্বৃত্তরা গাছ কেটে ফেলছে। বিষ দিয়ে ঘেরের মাছ চুরি করছে। ফলে চাষিরা নিঃস্ব হয়ে যাচ্ছে। দ্রুত এসব দুস্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহনের জোর দাবী করেন তিনি।