বাগেরহাটে চুরি হওয়া শিশুর লাশ ৩দিন পর উদ্ধার

বাগেরহাটের মোড়েলগঞ্জে ঘুমন্ত মা-বাবার কোল থেকে ১৭ দিনের শিশু চুরি হওয়ার তিন দিন পর লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার সকালে শিশু সানজিদার নিজ বাড়ির

।। সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট।।

বাগেরহাটের মোড়েলগঞ্জে ঘুমন্ত মা-বাবার কোল থেকে ১৭ দিনের শিশু চুরি হওয়ার তিন দিন পর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে শিশু সানজিদার নিজ বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মর্মান্তিক এ ঘটায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার গভীর রাতে গাবতলা গ্রাম থেকে মৎস্যজীবি সুজন খান ও শান্তা আকতার দম্পতির ১৭ দিনের ঘুমন্ত অবস্থায় শিশু কন্যা সানজদিাকে র্দুবৃত্তরা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির দাদা আলী হোসনে খান বাদী হয়ে সোমবার রাতে অজ্ঞাতনামা আসামী করে মোড়লেগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন।

শিশু উদ্ধারে থানা পুলিশের পাশাপাশি ডিবি ও পিবিআই এর পৃথক দুটি টিম মাঠে কাজ করছে।

মোড়েলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ নিজ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। লাশটি পোষ্টমর্টেম করাতে বাগরেহাট সদর হাসাপাতালে পাঠানো হয়ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরর্দিশন করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন