বাগেরহাটে করোনা রোধে অভিযান ও মাস্ক বিতরণ

রোববার সকাল থেকে বিভিন্ন সড়কে, জনবহুল স্থানে মাস্ক বিতরনের পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন।

|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||

“নিজে বাঁচুন, অন্যকে বাঁচান” শ্লোগানে করোনা সংক্রমন প্রতিরোধে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্বাত্মক অভিযান ও সচেতনমূলক প্রচারাভিযান শুরু হয়েছে। রোববার সকাল থেকে বিভিন্ন সড়কে, জনবহুল স্থানে মাস্ক বিতরনের পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন। জেলা পুলিশ প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের উদ্যোগে এই অভিযান চলছে।  

জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হকের তত্ত্বাবধানে সকালে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারজানা আক্তার, রুবাইয়া বিনতে কাশেম, আজিজুল কবির এবং মোহাম্মদ মোজাহেরুল হক।

এসময় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। অনেকের মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অপরদিকে, “মানসম্মত স্বাস্থ্যসেবা সুরক্ষায়” মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মেডিক্যাল বর্জ্য নিয়মানুযায়ী ব্যবস্থাপনা না করায় পিসি কলেজ রোডের সুফিয়া মেমোরিয়াল মা-শিশু ও জেনারেল হাসপাতালকে বিশ হাজার টাকা অর্থদণ্ড এবং নির্দেশনা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনা যথাযথ করার জন্য নির্দেশনা দেয়া হয়। একই সাথে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট অভিযান চালানো হয়।

জেলা পুলিশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহায়তা দেয়। জনস্বার্থে জেলা প্রশাসনের কার্যক্রম চলবে বলে জানান জেলা প্রশাসক।

সংবাদ সারাদিন