বাগেরহাটে করোনায় মারা গেল এক নারী

বাগেরহাটে নতুন করে আরও ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭৭৪ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫৯৫ জন। মারা গেছে ১৮ জন।

|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||

বাগেরহাটের মোল্লাহাটে করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাতে মারা গেছেন ৬৫ বছরের বৃদ্ধা আসলিমা বেগম। তিনি উপজেলার উদয়পুর ইউনিয়নের মাস্টার পাড়া এলাকায় আকরাম চেীধুরীর সহধর্মীনী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও বলেন, করোনা পজিটিভ হবার পরে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেলেন।

এদিকে বাগেরহাটে নতুন করে আরও ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭৭৪ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫৯৫ জন। মারা গেছে ১৮ জন।

সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের হাসপাতালের করোনা ইউনিট ও বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে।

এদিকে, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের পর ইউএনও তানভীর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, এসআই গৌতম হালদার, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাবের হোসেন, আনসার ভিডিপির এমডি শামিউল ইসলাম, জেলা পরিষদের প্যানলে চেয়ারম্যান ফকিরহাট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আ: রাজ্জাকের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমকতা ডা অসিম কুমার সমাদ্দার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন