|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||
জেলার শরণখোলায় পুলিশ সদস্য সাদ্দাম হোসেন জবাই করে হত্যা করেছে অন্ত:সত্ত্বা স্ত্রীকে। নিহত জ্যোৎসনা বেগমের লাশ বৃহস্পতিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীকে জবাই করে তার পেট কেটে বাচ্চা বের করার পর লাশ গুমেরও চেষ্টা করে সাদ্দাম হোসেন। অভিযুক্ত সাদ্দামকে রাতেই আটক করা হয়েছে।
নিহত জ্যোৎসনা সাদ্দাম হোসেনের দ্বিতীয় স্ত্রী। সাদ্দাম হোসেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়ধাল গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে। পুলিশ সদস্য সাদ্দাম শরণখোলা উপজেলার তাফালবাড়ী পুলিশ ফাঁড়িতে কাজ করতেন। তিনি ফাঁড়ির পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।
শরণখোলা থানার ওসি সাইদুর রহমান জানান, বুধবার ৭ই অক্টোবর রাতের কোনো এক সময় সাদ্দাম হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে জবাই ও পেট কেটে বাচ্চা বের করে পলিথিনে মুড়িয়ে বস্তাবন্দি করে লাশ পরিত্যক্ত ঘরে লুকিয়ে রাখে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। অভিযুক্ত সাদ্দাম হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জেলা পুলিশ সুপার পঙ্কজচন্দ্র রায় বলেন, পারিবারিক কলহের কারণে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন তার স্ত্রীকে হত্যা করেছেন। আমরা সাদ্দাম হোসেনকে আটক করেছি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।