|| সারাবেলা প্রতিনিধি, কুষ্টিয়া ||
রাতের আধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পর ঠিক সেখানেই আজ সন্ধায় দুই রাউন্ড ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি কালো রঙের নাম্বার প্লেটবিহীন মাইক্রো পৌরসভার সামনে দিয়ে পাঁচ রাস্তার মোড়ে এসে দাঁড়ায়। সেখানে প্রথমে একটি রিক্সার সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনার পর উত্তেজিত একজন কালো জ্যাকেট পড়া মাইক্রো থেকে বেড়িয়ে এসে পিস্তল উঁচিয়ে দু’রাউন্ড গুলি ছোঁড়ে। সেখানে ঠিক ২০ গজের মধ্যেই পুলিশ মোতায়েন করা ছিল।
পলিশের এসআই রাজু আহমেদ সেখানে যেতে যেতেই গুলি ছোঁড়া যুবকটি মাইক্রোতে উঠে পড়ে এবং মাইক্রোটি দ্রুত মজমপুরের দিকে বেড়িয়ে যায়।
পুলিশ এখনও আগের ঘটনায় কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। এ গুলির ঘটনার সাথে ভাঙার কোন সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখছে বলে জানান জেলার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত। এদিকে এ ঘটনায় শহরে ক্রমেই উত্তেজনা বাড়ছে।