পেড়লী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোরকান শেখের বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন খড়রিয়া গ্রামের বাসিন্দা জারজিদ মোল্যা।

|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল   ||

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোরকান শেখের বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন খড়রিয়া গ্রামের বাসিন্দা জারজিদ মোল্যা।

অভিযোগে জানা গেছে, পেড়লী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোরকান শেখ ক্ষমতার অপব্যবহার করে সম্প্রতি ভিজিডির কার্ডধারী (চাল) খড়রিয়া গ্রামের আরসিনা বেগম, শিখা রাণী, ফিরোজা বেগম এবং পেড়লী গ্রামের রিমার কার্ডের অনুকূলে বরাদ্দকৃত চাল আত্মসাত করেছেন।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোরকান শেখ বিএনপি নেতা থেকে হঠাৎ করে আওয়ামী লীগে যোগ দিয়ে এলাকায় প্রভাব বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করছেন। এই হাইব্রিড নেতার কারণে আওয়ামী লীগের সুনাম ও ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

এ ব্যাপারে পেড়লী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোরকান শেখ বলেন, আমি চাল আত্মসাত করিনি। প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন