নড়াইলে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার চালু

নড়াইলে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের উদ্বোধন করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মিটারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||

নড়াইলে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের উদ্বোধন করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  এ মিটারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

ভিডিও কনফারেন্সে আরও যুক্ত ছিলেন,  নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, বিদ্যুৎ বিভাগের সচিব ডক্টর সুলতান আহমেদ, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব রহমত উল্লাহ্ মোঃ দস্তগীর এনডিসি, ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিক উদ্দিন, স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের (ওজোপাডিকো) প্রকল্প পরিচালক প্রকৌশলী শহীদুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে মাশরাফি বিন মর্তুজা এমপির বাড়িতে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন করে নড়াইলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওজোপাডিকো আওতায় নড়াইলে ১৫ হাজার ৮০০ গ্রাহক আছেন। এর মধ্যে প্রথম পর্যায়ে ৯ হাজার গ্রাহক এই সুবিধা পাবেন। এতে অহেতুক বিদ্যুৎ বিলের বিড়ম্বনা পোহাতে হবে না। বিদ্যুৎ ব্যবহারে সায়শ্রী হবে। বকেয়া বিলের ঝামেলা নেই। এছাড়া ব্যালেন্স শেষ হয়ে গেলেও ১০০ টাকা সমপরিমাণ বিদ্যুৎ খরচের সুযোগ থাকছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন