|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||
নড়াইলে দিনব্যাপী নানা আয়োজনে স্মরণ করা হয়েছে এলাকার জামাইবাবু, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে। শুক্রবার নড়াইল সদরের তুলারামপুর গ্রামে প্রণব মুখার্জির মামা শ্বশুরের বাড়িতে আয়োজনের মধ্যে ছিল-কালি ও গোপাল মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী গীতাপাঠ, গীতাদান, নামসংকীর্ত্তন, অন্নদান ও স্মৃতিচারণমূলক আলোচনা।
এছাড়া খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের পক্ষ থেকে সুবিধাবঞ্চিতদের মাঝে ১০০ পিস শাড়ি, ১০০ পিস লুঙ্গি এবং ১২ পিস ধুতি ও গেঞ্জি বিতরণ করা হয়।
শুভ্রা মুখার্জি ফাউন্ডেশন ও নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপসচিব উত্তম কুমার রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের ট্রাস্টি কার্ত্তিক ঘোষ, ফাউন্ডেশনের পরিচালক অয়ন রঞ্জন দাস, ডাক্তার অলোক কুমার বাগচী, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আছফার হোসেন জোয়াদ্দার, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র দে, সমীর দে গোরা, মেহেদী হাসান রাজা, মাইকেল রায়, সাংবাদিক সুব্রত কুমার ফৌজদার, সত্যম মন্ডল, রবিউল ইসলাম ও সাংবাদিক অনিমেস মন্ডল প্রমুখ। শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের উদ্যোগে এসব অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রণব মুখার্জি ২০১৩ সালের ৫ মার্চ স্ত্রী শুভ্রা মুখার্জিকে নিয়ে শ্বশুরবাড়ি নড়াইলের ভদ্রবিলা গ্রামে আসেন। এটাই ছিল প্রণব মুখার্জির শ্বশুরালয়ে প্রথম আগমন। পরবর্তীতে প্রণব মুখার্জি ও তার স্ত্রীর আর নড়াইলে আসা হয়ে ওঠেনি। তবে সেই স্মৃতিগুলো আজও মধুর হয়ে আছে স্বজনদের কাছে।