নড়াইলে করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের বিভিন্ন উপকরণ বিতরণ

নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||

নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ানুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের পক্ষ থেকে ১৮টি সংগঠনকে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও অর্থ প্রদান করা হয়। তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সংগঠনকে আমাদের পক্ষ থেকে এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।

সংবাদ সারাদিন