নড়াইলে ইউপি মেম্বারকে হত্যাচেষ্টা, পুড়িয়ে দিয়েছে মোটরসাইকেল

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার ভুমুরদিয়া গ্রামের মাহাবুবুর রহমান মোল্যাকে (৩৮) পিটিয়ে ও কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পুড়িয়ে দেয়া হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার ভুমুরদিয়া গ্রামের মাহাবুবুর রহমান মোল্যাকে (৩৮) পিটিয়ে ও কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পুড়িয়ে দেয়া হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহাবুবুর রহমান মোল্যা রোববার রাতে স্থানীয় ফেদী বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ভুমুরদিয়া গ্রামের ব্রিজের কাছে পৌঁছলে দুর্বৃত্তরা রাস্তায় বাঁশ ফেলে তার গতিরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় মাহাবুবুরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার চিহ্নিত মাদকবিক্রেতারা অথবা প্রতিপক্ষের লোকজন এ হামলা চালাতে পারে বলে পরিবারের ধারণা। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেছেন মাহাবুবুর মোল্যার পরিবারের সদস্যরা।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন