নড়াইলে অত্যাচার নির্যাতন আর সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষুব্ধ মানুষ

নড়াইল সদরের মুলিয়ায় অত্যাচার, নির্যাতন আর সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্দ মানুষ। একজোট হয়ে প্রতিবাদি এই মানববন্ধনে অংশ নেন মুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ।

|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||

নড়াইল সদরের মুলিয়ায় অত্যাচার, নির্যাতন আর সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্দ মানুষ। একজোট হয়ে প্রতিবাদি এই মানববন্ধনে অংশ নেন মুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ।

শুক্রবার ২রা অক্টোবর দুপুরে অনুষ্ঠতি এ মানববন্ধনে বক্তব্য রাখেন মুলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, সাবেক চেয়ারম্যান বিপুল সিকদার, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্যাণ বিশ্বাস, দীপক বিশ্বাসসহ অনেকেই।

বক্তারা বলেন, গত ১০ই সেপ্টেম্বর রাতে দক্ষিণ নড়াইলের নজরুল ইসলাম ও সাধন বিশ্বাসের নেতৃত্বে ১০ থেকে ১২জন দুর্বৃত্ত স্কুলশিক্ষক কল্যাণ বিশ্বাসকে তার বাড়িতে জিম্মি করে ১১ লাখ টাকার একটি চেক লিখে নেয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় এজাহার করা হয়েছে। এ ঘটনায় মুলিয়াবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন