ধর্ষক দূর্নীতিবাজ-লুটেরাদের বিরুদ্ধে জাসদের মানববন্ধন ভেড়ামারায়

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং স্বাস্থ্যখাতসহ রাষ্ট্রের সকল ক্ষেত্রে দূর্নীতিবাজ রাষ্ট্রীয় লুটপাট সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই সামাজিক অপরাধ থেকে দেশ ও জাতিকে বাঁচাতে এখনই পদক্ষেপ নিতে হবে। মানববন্ধনে ধর্ষক ও নির্যাতনকারীদের ধিক্কার জানানো হয় এবং ধর্ষকদের সর্বোচ্চ সাজার দাবি কার্যকরের দাবি জানানো হয় ।

|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা ||

সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং রাষ্ট্রীয় লুটেরাদের বিচার দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১ ঘটিকার দিকে উপজেলার ভেড়ামারা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে জাতীয় যুবজোট, জাসদ ভেড়ামারা শাখা এই মানববন্ধন আয়োজন করে।

যুবজোট নেতা আনোয়ারুল কবির টুটুল এর সভাপতিত্বে মানববন্ধনে ছাত্র সমাজ, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ জাতীয় যুবজোট জাসদের বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, সাধারণ সম্পাদক আনছার আলী, জেলা জাসদের কৃষি বিষয়য়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, যুবজোট নেতা আনোয়ারুল কবির টুটুল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, তুই ধর্ষক, তুই দূর্নীতিবাজ, তুই লুটেরা বলে আওয়াজ তোলেন এবং ধর্ষণ স্বাস্থ্যখাতসহ সকল দূর্নীতিবাজ ও রাষ্ট্রীয় লুটেরাদের গ্রেফতার এবং বিচারের জোর দাবী জানান।

সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বেড়েছে জানিয়ে বক্তারা এও বলেন, রাস্তাঘাট, বাজার, কর্মস্থল ও বাড়ি-ঘরে কোথাও আজ নারী-শিশুরা নিরাপদ নয়। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। এমনকি অবুঝ শিশু থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধাকে পর্যন্ত ধর্ষণ করা হচ্ছে। বাবার সামনে থেকে মেয়েকে, স্বামীর সামনে থেকে স্ত্রীকে, সন্তানের সামনে থেকে মাকে উঠিয়ে নিয়ে, রিকশা থেকে নামিয়ে, বাসে নির্যাতনসহ ধর্ষণ করা হচ্ছে।

বর্তমানে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং স্বাস্থ্যখাতসহ রাষ্ট্রের সকল ক্ষেত্রে দূর্নীতিবাজ রাষ্ট্রীয় লুটপাট সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই সামাজিক অপরাধ থেকে দেশ ও জাতিকে বাঁচাতে এখনই পদক্ষেপ নিতে হবে। মানববন্ধনে ধর্ষক ও নির্যাতনকারীদের ধিক্কার জানানো হয় এবং ধর্ষকদের সর্বোচ্চ সাজার দাবি কার্যকরের দাবি জানানো হয় ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন