|| অনলাইন প্রতিনিধি, রামপাল (বাগেরহাট) ||
নিত্যপন্যের দোকানে মূল্য তালিকা টাঙানো না থাকায় তিন দোকানিকের ২৫০০ টাকা জরিমাণ গুণতে হলো তিন দোকানিকে। বুধবার দুপুরে রামপালের ফয়লাহাটে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন এবং কৃষি বিপনন অধিদপ্তরের যৌথ অভিযানে মামনি স্টোর,সততা স্টোর এবং ইসমাইল স্টোর এই তিনটি প্রতিষ্ঠান থেকে ২৫০০ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, বাগেরহাটের বিভিন্ন বাজারে রোজায় অসাধু ব্যাবসায়ীদের ঠেকাতে আমরা অভিযান পরিচালনা করছি। অসাধু ব্যাবসায়ীরা এই সময়টাকে টার্গেট করে দাম বাড়িয়ে দেয়। প্রতিটি দোকানের মূল্য তালিকা যেন আপডেট থাকে এবং ক্রয় ভাউচার যেন সংরক্ষন করে সে বিষয়ে তাদের নির্দেশনা দিচ্ছি।
জেলা কৃষি বিপনন কর্মকর্তা জি এম মহিউদ্দিন জানান, করোনা পরিস্থিতিতে যেন সবাই সামাজিক দুরত্ব বজায় রেখে বেচাকেনা করতে পারে আমরা সে বিষয়ে সবাইকে নির্দেশনা দিচ্ছি এবং দোকানের সামনে নির্দিষ্ট দুরত্ব অন্তর গোল চিহ্নিত করে দিচ্ছি।#