|| সারাবেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা ||
চুয়াডাঙ্গায় দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী শফিকুর রহমান রাজু ও আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নে নৌকার প্রার্থী তরিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে বেসরকারিভাবে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।
সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী শফিকুর রহমান রাজু ৩ হাজার ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটকম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের আব্দুল ওয়াহেদ পেয়েছেন ৩ হাজার ১৪৭ ভোট। এই ইউপিতে মোট ভোটার ছিলো ১৬ হাজার ৪৭৪ জন। চেয়ারম্যান পদে নৌকা ও ধানের শীষের প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
অপরদিকে, আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী তরিকুল ইসলাম ৪ হাজার ৮৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের নাজমুল হুসাইন পেয়েছেন ৪ হাজার ২৫ ভোট। এ ইউপিতে মোট ভোটার ১৪ হাজার ৯২০ জন।
পুলিশের ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে দুই ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ইভিএম মেশিনে ভোটাররা তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। তবে ভোট কেন্দ্রোগুলো পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিলো অনেক বেশি।