খুলনায় পাটকল রক্ষা কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ আটক ১৫

খুলনায় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের অবরোধ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এসময়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিপেটার ঘটনায় ১০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরতে খোদা ও সদস্য সচিব জনার্দন দত্ত নান্টুসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।

|| সারাবেলা প্রতিনিধি, খুলনা ||

খুলনায় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের অবরোধ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এসময়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিপেটার ঘটনায় ১০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরতে খোদা ও সদস্য সচিব জনার্দন দত্ত নান্টুসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।

রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে গতকাল সোমবার সকালে ইস্টার্ন গেট এলাকায় বিক্ষোভ মিছিল এবং পরে যশোর-খুলনা সড়ক অবরোধ করে খুলনা পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। অবরোধ শুরুর প্রায় আধাঘণ্টা পর পুলিশ বাধা দেয়। প্রথমে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়, পরে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ লাঠিপেটা করলে অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে।

উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে নারী শ্রমিকসহ আন্দোলনকারীদের ১০ জন ও তিন পুলিশ সদস্য আহত হয়।

আহত শ্রমিকরা হলেন- সুচিত্রা বিশ্বাস, হাফিজা বেগম, নাজমা খাতুন, সুমি রায়, শেফালী বালা, সাফিয়া। এদের মধ্যে আহমেদ তাসনিম শ্যামলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে হামলা সম্পর্কে পুলিশ বলেছে, বিনা উস্কানীতে আন্দোলনকারীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। তাদের নিবৃত্ত করতে গেলে সংঘর্ষ বাঁধে। এ সময় ২ রাউন্ড শর্টগান ও ৭ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। এতে দুইজন পুলিশও আহত হন।

অন্যদিকে পাটকল রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের নেতা মুনির চৌধুরী সোহেল বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণ অবরোধ শুরু করলে পুলিশ সকলকে তুলে দেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়। এরপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপে ১০/১২ জন শ্রমিক আহত হয়। তিনি বলেন, বিনা উস্কানিতে শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন। নারী শ্রমিকরা আহত হয়েছেন। এটা দু:খজনক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন