কুষ্টিয়ার দৌলতপুরে নিজের বাড়ির সামনে খুন হলেন এমপির ভাই

হাসিনুর রহমানের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর বাড়িতে ভিড় করছেন। এলাকায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া) ||

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের বাড়ির সামনে খুন হলেন হাসিনুর রহমান। তাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন এক দুর্বৃত্ত। নিহত হাসিনুর রহমান কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ. কা. ম সারওয়ার জাহান বাদশার ফুফাতো ভাই।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তের কোপে আরেক জন আহত হন। তার নাম জব্বার।

নিহতের স্বজনেরা জানান, হাসিনুর রহমান রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এমপি বাদশার অবর্তমানে তার ব্যক্তিগত ও দলীয় কাজকর্ম দেখভাল করতেন হাসিনুর। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি জব্বারের মোটরসাইকেলে চড়ে নিজ বাড়ি থেকে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাড়ির পাশেই একটি দোকানের কাছে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্ত তাঁর ওপর আচমকা হামলা চালায়।

হামলাকারী হাসিনুরকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকলে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হলে হামলাকারী পালিয়ে যান। হামলাকারীর আঘাতে মোটরসাইকেলের চালক জব্বার আলী আহত হন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশিকান্ত জানান, ব্যক্তিগত শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন তারা। ঘটনার পরপরই হামলাকারী মজিবর রয়াতিকে আটক করা হয়েছে। হত্যার কারণ জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালা মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, হাসিনুর রহমানের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর বাড়িতে ভিড় করছেন। এলাকায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন