|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা ||
কুষ্টিয়ার কুমারখালীতে ব্যাটারিচালিত পাখিভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ এবং পরে আরেকটি মোটরসাইকেলের চাপায় দুইজন নিহত হয়েছে। তারা হলেন ইনছান উদ্দিন (৩০) ও রমজান আলী (৩৫)। তাদের বাড়ি মাদারীপুরের শিবচর এলাকায়।
শনিবার ১২ সেপ্টেম্বর বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের তরুণ মোড়ের শিপলু ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুমারখালী থেকে শহরের লালন মাজারের দিকে যাওয়ার পথে একটি পাখিভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালক ও আরোহী সড়কে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাঁদের চাপা দেয়। পরে দুইজনকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পরও আহতদের অবস্থার অবনতি হয়। এরপর চিকিৎসকরা তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরপর উভয়ের মৃত্যু হয়।