ওষুধ কিনে ফেরা হলো না আরিফের

সহকারী পুলিশ সুপার (কালিয়া অঞ্চল) রিপন চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।

|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামের আরিফ খন্দকারকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জানা যায়, ওইদিন রাত সাড়ে ১১টার দিকে জামরিলডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ায় বাবুল মোল্যা বাড়ির পাশে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা আরিফকে কুপিয়ে রক্তাক্ত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আরিফ জামরিলডাঙ্গা গ্রামের নুরুল খন্দকারের ছেলে।

আরিফের স্ত্রী কুলসুম বেগম জানান, শনিবার রাতের খাবার খেয়ে সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে জামরিলডাঙ্গা বাজারের উদ্দেশ্যে বের হন আরিফ। এ সময় কুলসুম তাকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনতে বলেন। রাত সাড়ে ১১টার দিকে তিনি জানতে পারেন, তার স্বামীকে কুপিয়ে রক্তাক্ত করা  হয়েছে।

দুই মেয়ে ও এক ছেলের জনক আরিফ। কী কারণে কারা আরিফকে খুন করেছে, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন নিহতের স্ত্রী কুলসুমসহ পরিবারের সদস্যরা।  

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (কালিয়া অঞ্চল) রিপন চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় রোববার ১১টা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কাউকে অভিযুক্ত করা হয়নি। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন