|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা ||
কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি রেজিস্ট্রেশনের ঘটনায় মূলহোতা এবং জমি ক্রয়ের বিনিয়োগকারী মহিবুল ইসলামকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। আটক মহিবুল ইসলাম কুষ্টিয়া সদরের বড়বাজার এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে।
জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি রেজিস্ট্রেশনের ঘটনায় যমুনা টেলিভিশন সংবাদ প্রচার করলে এই চক্রের বিনিয়োগকারী কুষ্টিয়া শহরের বড়বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী মহিবুল ইসলামের নাম জানা যায়। সংবাদ প্রচারের পর পলাতক এই প্রতারককে ধরতে মাঠে নামে পুলিশের একাধিক দল।
এর আগে জমি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ও জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশ। শহরের এন এস রোডের বাসিন্দা এম এম এ ওয়াদুদের প্রায় ১০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি বিক্রির চেষ্টা করে প্রতারক চক্র। এই ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ ১০/১২ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।