রামপালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রীর মতবিনিময়

উপমন্ত্রী হাবিবুন নাহার জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের করোনা পরিস্থিতি সম্পর্কে সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার নির্দেশনা দেন

|| সারাবেলা প্রতিনিধি, রামপাল(বাগেরহাট) ||

রামপালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার ৷ 

বৃহস্পতিবার রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভায় তিনি জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের করোনা পরিস্থিতি সম্পর্কে সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার নির্দেশনা দেন৷

উপমন্ত্রী হাবিবুন নাহার জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের দূর্নীতিমুক্ত থেকে কাজ করার আহ্বান জানান ৷ 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন , ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন , রামপাল থানার ওসি মনজুরুল আলম , ইউপি চেয়ারম্যান নূরুল আমিন, গাজী গিয়াস উদ্দিন, গাজী আকতারুজ্জামান , ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক৷ 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন