|| সারাবেলা প্রতিনিধি, বেনাপোল ||
বেনাপোলে ৫০ ইয়াবা ট্যাবলেটসহ মো. সাজ্জেল হোসেন (২৩) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
সোমবার ২৩শে আগষ্ট বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সাজ্জেল সাদিপুর গ্রামের মৃত খোদা বক্স মোড়লের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন, গোপন সংবাদে এসআই মোস্তাফিজুর রহমান,এএসআই সিকদার মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজ্জেলকে হাতেনাতে আটক করেন। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।