|| অনলাইন প্রতিনিধি, রামপাল (বাগেরহাট) ||
রামপালে দূর্বৃত্তের অস্ত্রে মারাত্মক জখম হয়েছে হিন্দু এক নারী। বৃহস্পতিবার ২৮শে মে রাত ৩ টার দিকে উপজেলার উজলকুড় ইউনিয়নের সন্তোষপুর কুন্ডুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ৷ আহতের নাম মীরা রানী কুন্ডু। তিনি মৃত অমূল্য চন্দ্র কুন্ডুর স্ত্রী ৷
আহত মীরা রানী কুন্ডু জানান, প্রতিদিনের মতো রাতে খাবারের পর তিনি ঘুমিয়ে পড়েন ৷ কাঁচামালের ব্যবসায়ী বড় ছেলে রাত ৩ টার দিকে মালামাল আনতে খুলনা চলে যায়৷ এরপর দরজায় তালা লাগিয়ে পায়খানায় যান তিনি। ফিরে এসে বারান্দার লাইট বন্ধ এবং ঘরের দরজা খোলা দেখতে পায়৷
কিছু বুঝে ওঠার আগেই দূর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় ৷ এ সময় তার চিৎকারে ঘুম ভেঙ্গে যায় পাশের ঘরে থাকা ছোট ছেলের। ছোট ছেলে এবং প্রতিবেশীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি ৷ ঘটনার জেরে হিন্দু অধ্যুষিত ওই এলাকায় মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে ৷
সসা/ওপি/এসএম