|| সারাবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছরের এক শিশুকে জোর করে ধর্ষণের অভিযোগে চান মিয়া (৮০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২১ মে রাতে শহরের জামতলা এলাকায় মেয়ের বাড়ি থেকে ধর্ষককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে ফতুল্লার মাসদাইর এলাকায় জসিম মুন্সির বাড়ির নিচতলার ভাড়াটিয়া চান মিয়া কৌশলে তার ঘরে নিয়ে একই বাড়ির ৪ তলার ভাড়াটিয়া ৬ বছরের শিশুটিকে ধর্ষণ করে।
এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে ধর্ষণের শিকার শিশুর নানিকে কিছু টাকা দিয়ে মীমাংসা করতে চেয়েছেন বাড়িওয়ালা। বাড়িওয়ালার এমন আচরণ দেখে শিশুটির নানি ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করলে চান মিয়াকে তার মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার (ওসি) মো. আসলাম হোসেন সংবাদ সারাবেলাকে জানান, শিশুটির নানি মামলা দায়ের করলে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত চান মিয়াকে গ্রেফতার করা হয়েছে।ফতুল্লার মাসদাইরে জসিম মুন্সির বাড়ির নিচতলায় একটি কক্ষে ভাড়া থাকতো শুটকি ব্যবসায়ী চান মিয়া। একই বাড়ির ৪র্থ তলায় শিশুটিকে একা পেয়ে ১০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষনের চেষ্টা করে চান মিয়া । প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশুটি ধর্ষন হয়নি। আজ শিশুটির মেডিকেল পরীক্ষা করা হবে। রিপোর্ট হাতে পেলে ধর্ষনের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
সসা/এসএম