শ্রদ্ধা-ভালোবাসায় জনতার ঢল নেমেছে স্মৃতিসৌধে

বিজয়ের শ্রদ্ধা ও ভালোবাসায় সর্বস্তরের জনতার ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধে । এসময় পুষ্পস্তবক নিবেদন করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ও স্মরণ করে দেশবাসী ।

|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||

বিজয়ের শ্রদ্ধা ও ভালোবাসায় সর্বস্তরের জনতার ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধে । এসময় পুষ্পস্তবক নিবেদন করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ও স্মরণ করে দেশবাসী ।এসব ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসা তাদের জন্যই । যাদের জীবনের বিনিময়ে উপহার দিয়ে গেছেন লাল-সবুজের এই পতাকা । লাখ শহীদের রক্ত আর আত্মত্যাগে বিশ্বের বুকে ঠাঁই করে নিয়েছে ভালোবাসার এক মানচিত্র ।

বুধবার (১৬ ডিসেম্বর)  বিজয় দিবসের সূর্যদয়ে সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে একাত্তরের বীর স্মরণ করে ফুলেল শ্রদ্ধা জানাতে আসে লাখো মানুষ।

এসময় হাতে হাতে ফুল ও লাল-সবুজের শাড়ি কিংবা পাঞ্জাবি পড়ে শ্রদ্ধা জানাতে আসে নানা শ্রেণী-পেশার মানুষ । র্দীঘ লাইন ধরে মূল বেদীতে  শ্রদ্ধা জানানোর অপেক্ষায় সংগঠনগুলোর স্লোগানে মুখর ছিল স্মৃতিসৌধ প্রাঙ্গণ ।বাতাসে ভেসে আসছিল দেশ প্রেমের সঙ্গীত ।  এভাবেই শ্রদ্ধার মিছিলে একে একে শরীক হন রাজনৈতিক, সামাজিক, সাংকৃতিক, পেশাজীবি সংগঠন ও নানা শ্রেণী-পেশার মানুষ ।

এবার করোনার প্রকোপের কারণে  শ্রদ্ধা ও পুস্পস্তবক জানাতে সরাসরি উপস্থিত হয়নি রাষ্টপ্রতি ও প্রধানমন্ত্রি । তবে তাদের পক্ষ থেকে শ্রদ্ধা ও পুস্পস্তবক অপর্ণ করা হয় । এসময় বিউগলে বাজানো হয় করুণ সুর । সশক্র বাহিনীর একটি চৌকুস দল সামরিক কায়দায় শহীদের প্রতি সালাম জানান ।

এরপর সকালে উন্মুক্ত করে দেয়া হয় সর্ব সাধারণের জন্য ।এসময় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিকসহ নানা পেশা-জীবি মানুষ শহীদের প্রতি শ্রদ্ধা জানায় ।

সংবাদ সারাদিন