|| সারাবেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ ||
মুন্সীগঞ্জে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি থেকে ২ লাখ ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মুক্তারপুর নৌ পুলিশের একটি দল। এসব জালের আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা।
মঙ্গলবার(১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ শহরের মুন টাওয়ারের নিচে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান থেকে ৪ বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। সেই সঙ্গে মুন্সীগঞ্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার ও বুকিং গ্রহণকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ও গাড়ীটিকে জব্দ করা হয়।
মুক্তারপুর নৌপুলিশের ইনচার্জ মো. কবীর হোসেন খাঁন এসব তথ্য নিশ্চিত করে আরো জানানো, গোপন সংবাদের ভিত্তিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মুন্সীগঞ্জ থেকে ঢাকা হয়ে ভোলার উদ্দেশ্যে কিছু অবৈধ কারেন্ট জাল পাচার হবে।
সেই সংবাদের ভিত্তিতে আমরা শহরের মুন টাওয়ারের নিচে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ট ভ্যানে অভিযান চালিয়ে যার নাম্বার ঢাকা মেট্রো-ট ১১-৪৫০৬ অভিনব পদ্ধতিতে ৪ টি বস্তার ভেতরে নীল রঙের জালে মোড়ানো ৪ টি বস্তা ভর্তি ২ লক্ষ ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানান এই নৌ কর্মকর্তা।