|| সারাবেলা প্রতিনিধি, মাদারীপুর ||
মাদারীপুরে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিবর রহমান বালীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় শরিয়তপুরের রায়পুরে এ হামলার শিকার হন তিনি।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রেরণ করা হয়েছে। আহত আজিবর রহমান বালী মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ জানায়, শরিয়তপুরের জয়নগর থেকে ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আজিবর রহমান বালী। এ সময় শরিয়তপুরের রায়পুরে পৌঁছালে তার মোটরসাইকেল গতিরোধ করে একদল দুর্বৃত্ত। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় তারা।
গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।
- দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন
- নিজ ছাত্রকে বলাৎকারের পর গলা টিপে খুন করলো মাদ্রাসার ‘বড় হুজুর’
- মৃত্যুদিনে জাতীয় কবি নজরুলকে স্মরণ করলেন দেশের মানুষ
- ইভ্যালিতে যমুনা গ্রুপের বিনিয়োগসিদ্ধান্ত নিরীক্ষার পর
- কাবুলে আইএসের বোমায় নিহতের সংখ্যা এ পর্যন্ত ৯০ জন
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. লেলিন জানান, আজিবর রহমান বালীর শরীরের ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসা জন্য সাথে সাথে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদরের আগুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) নাসির উদ্দিন জানান, ঘটনাস্থল মাদারীপুরের সীমান্তবর্তী এলাকা শরিয়তপুরের রায়পুরে। হামলার কারণ অনুসন্ধান ও দুর্বৃত্তদের ধরতে মাদারীপুর ও শরিয়তপুরের দুই থানা পুলিশ যৌথভাবে কাজ শুরু করেছে।