|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আজ মুক্তিযোদ্ধাদের অনেক সম্মান দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের জন্য ঘর তৈরির যে সুবিধাটা সেটার কার্যক্রম চলছে।
মঙ্গলবার বেলা ১১টায় শহরের নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের শ্যূটিং প্রতিযোগিতার বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রতি জেলায় মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। মুক্তিযোদ্ধাদের কবর দেখলে যেন বুঝতে পারে তার কার্যক্রম চলছে । পরবর্তী প্রজন্ম এখনও অনুভব করতে পারে না বঙ্গবন্ধু তৎকালীন সময়ে বাঙালিদের কতটা অনুপ্রেরণা যুগিয়েছিলো। তিনি ছিলেন হ্যামিলনের বাঁশিওয়ালা। তার ডাকে সাড়া দিয়ে ৩০ লক্ষ বাঙালি শহীদ হয়েছিলেন।
ডিসি বলেন, রাজাকারদের প্রেত্মারা এখনও সুযোগ পাচ্ছে আমাদের ভিতর উস্কানি দিয়ে দেশে আবার বিশৃঙ্খলা তৈরি করতে। কিন্তু মুক্তিযোদ্ধাদের আদর্শে আমরা যারা অনুপ্রাণিত, আমরা কঠোর হস্তে বলেছি যে আমরা এটা দমন করবো। যারা এই ধরনের উস্কানিমূলক কথা বলে দেশকে আবার বিব্রতকর পরিস্থিতিতে নিতে যেতে দিব না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শরীফ মো. মেহেদী হাসান আল আমিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী প্রমুখ।