ধামরাইয়ে স্ত্রীর হাতে স্বামী খুন, সহযোগীতায় ছেলে

সাভার প্রতিনিধি, ঢাকা:

ঢাকার ধামরাইয়ের মতিউর রহমান  নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্ত্রী ও পুত্র সন্তান । রোববার(১০ মে) সকালে ধামরাইয়ে উপজেলা বালিথা গ্রামে নিজ বাসস্থান থেকে তার মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ ।  
নিহত মতিউর ধামরাইয়ের বালিথা গ্রামে বাসিন্দা । তবে হত্যার ঘটনায় অভিযুক্ত আটককৃতরা হলেন, স্ত্রী কাজলী বেগম ও পুত্র রবিন হোসেন ।
নিহতের চাচাত ভাই খোশেদ জানান,সকালে হঠাৎ খবর পায় তার ভাই মতিউর মারা গিয়েছে । পরে তার বাসা যেয়ে তার শরীরে আঘাতের চিহ্ন ও গলায় ওড়না পেঁচানোর দাগ দেখতে পায় ।পরে ধামরাই থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ।
এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান,খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে । নিহতের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে । ঘটনা সাথে জড়িত স্ত্রী ও পুত্র সন্তানকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
এঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সসা/লোআ/নাআ/সেখা 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন