দিনে চাকরি কিংবা ব্যবসা রাতে ভয়ংকর ছিনতাইকারী

দিনে ওরা চাকরিজীবি কিংবা ব্যবসায়ী। আর রাতে ভয়ংকর ছিনতাইকারী।দলবেঁধে ছুরি চাকুর ভয় দেখিয়ে করে ছিনতাই । তাদের কথার এদিক ওদিক হলেই চলে ছুরি চাকুর আঘাত । এমনি একটি চক্রের ছুরিতে প্রাণ হারায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্র মোস্তাফিজুর রহমান ।

|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||

দিনে ওরা চাকরিজীবি কিংবা ব্যবসায়ী। আর রাতে ভয়ংকর ছিনতাইকারী।দলবেঁধে ছুরি চাকুর ভয় দেখিয়ে করে ছিনতাই । তাদের কথার এদিক ওদিক হলেই চলে ছুরি চাকুর আঘাত । এমনি একটি চক্রের ছুরিতে প্রাণ হারায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্র মোস্তাফিজুর রহমান ।

মোস্তাফিজ খুনের পর থেকেই আটঘাট বেঁধে তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা । খুন যেখানে হয় তার পাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজে মেলে খুনিদের ছবি । হত্যার পর একটি ব্যাগ নিয়ে তিনজনকে পালিয়ে যেতে দেখা যায় সড়কে ।

পরিচয় নিশ্চিত করতে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ।খুনে অংশ নেওয়া চারজনের মধ্যে দুইজনের পরিচয় জানতে পারে তারা। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে ওই দুইজনকে আটক করে র‌্যাব-৪ এর অভিযানিক একটি দল । এরা হলো সাভার ডগরমোড়ার রনি ওরফে ডগি রনি ও আজাদ শরীফ ।

রনি পেশায় ব্যবাসায়ী । সাভার পৌর এলাকার শিমুলতলা মহল্লায় আরিফ অ্যান্ড বাদ্রার্স নামে স্যানিটারি দোকানে পারিবারিক ব্যবসা দেখভাল করতো সে। অন্যদিকে আজাদ শরীফ পেশায় ছিলো চাকরিজীবি । সে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুর্নবাসন কেন্দ্রের (সিআরপি) গাড়িচালক ছিলো। দিনের বেলায় এসব চাকরি ও পেশায় থাকলেও রাতে তারা হয়ে উঠতো মূর্তিমান আংতক।

এ প্রসঙ্গে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম ছায়েদ জানান, তারা ছদ্মবেশী ছিনতাইকারী । দিনের তাদের রুপ এক রকম আর রাতে অন্য রকম। ঘটনাস্থলের পাশে দোকানের সিসি টিভি ফুটেজে মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছিল ।অন্যদুই ব্যক্তিকে আটক করার জন্য অভিযান চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।

উল্লেখ্য, গেলো শনিবার ২৪শে অক্টোবর সকালে সাভার পৌর এলাকার সিআরপি মহল্লার আঞ্চলিক সড়কের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্র মোস্তাফিজুর রহমানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা । পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ।

মোস্তাফিজুরের গ্রামের বাড়ি রাজশাহী দুর্গাপুর উপজেলার নওয়াপাড়া গ্রামে । তিনি সাভারে গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রশাসনিক বিভাগে চাকরি করতেন । সেদিন ভোরে গ্রামে রাড়ি থেকে সাভারে ফিরলে ছিনতাইকারীর ছুরিতে প্রাণ হারান মোস্তাফিজুর । আর এই মোস্তাফিজুরের খুনের কিনারা করতে গিয়েই পুলিশের তদন্তে বেরিয়ে আসে ভয়ংকর এই ছিনতাইচক্রের সব তথ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন