ডামুড্যায় দাফনের ১ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নে নিহত এনামুল হক সবুজের লাশ দাফনের ১ মাস ৬ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের বাসিন্দা মৃত্যু নোয়াব আলী সরদারের ছেলে এনামুল হক সবুজ এর লাশটি উওোলন করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

|| সারাবেলা প্রতিনিধি, শরীয়তপুর ||

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নে নিহত এনামুল হক সবুজের লাশ দাফনের ১ মাস ৬ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের বাসিন্দা মৃত্যু নোয়াব আলী সরদারের ছেলে এনামুল হক সবুজ এর লাশটি উওোলন করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

শনিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্তজা আল মুঈদের উপস্থিতিতে উপজেলার কনেশ্বর ইউনিয়নের হাজী শরীয়তুল্লাহ কারিমীয়া মাদরাসা ও এতিমখানা কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।

মৃত্যু এনামুল হক সবুজ হাইম্যাক্স ইউনানী ল্যাবরেটরিজ লিঃ এর মালিক। গত ০২ আগস্ট মারা যান। 

মামলার সূত্রে যানা যায়, এনামুল হক সবুজের বড় বোন তাছলিমা বেগম গত ১৪ আগস্ট শরীয়তপুর  আদালতে ৭ জন কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। সবুজের প্রথম স্ত্রী শামীমা বেগম ও তারা পরিবার পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করেন। এছাড়া সবুজের ওপর বিভিন্ন সময় অত্যাচার করতেন বলে অভিযোগ করেন তিনি। 

এনামুল হক সবুজ এর বড় বোন তাছলিমা বেগম বলেন, আমার ভাই অনেক ভালো মানুষ ছিল। দ্বিতীয় বিয়ের কারণে আমার ভাইকে বিভিন্ন সময় তার বড় বউ শামিমা বেগম মানুষিকভাবে অত্যাচার করত। যা আমি আর আমার মা বহুবার মীমাংসা করেছি। গত কোরবানী ঈদের সময় আমার ভাই দেশে আসেন।

ঈদের পরদিন সকালে হঠাৎ জানতে পারি সবুজ মারা গেছে। সারাদিন আমাদেরকে ওর কাছে যেতে দেয়নি। গোসলের পর জানাজার আগে আমাদের ওখানে এনেছিল। তখন ওর গায়ে আঘাতের চিহ্ন দেখি। তখন আমরা পোষ্টমর্টেমের জন্য বলি। কিন্তু ওদের চাপে তা করতে পরিনি। আজ আদালতের নির্দেশে লাশ টি উত্তোলন করা হল।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্তজা আল মুঈদ বলেন, আদালতের নির্দেশে আমি উপস্থিত থেকে সিআরপিসি ১৭৬ ধারায় কবর থেকে লাশ উত্তোলন করি। এখন ময়নাতদন্তে রিপোর্টের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন