করোনা যোদ্ধা কাউন্সিলর খোরশেদ নিজেই আক্রান্ত

|| সারাবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ ||

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত ব্যক্তিদের দাফনে এগিয়ে আসা দেশ-বিদেশজুড়ে আলোচিত নারায়ণগঞ্জের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার ৩০ মে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। আর আগে একাধিকবার নমুনা পরীক্ষা করালেও তার রিপোর্ট বরাবরই নেগেটিভ এসেছে। এর আগে ২৩ মে তার স্ত্রী লুনা করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে আইসোলেশনে রয়েছেন।

করোনায় আক্রান্তের বিষয়টি সংবাদ সারাবেলাকে নিশ্চিত করে খোরশেদ জানান, “আজ নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। আমার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি থাকলেও করোনার কোন উপসর্গ নেই। তিনি জানান, আমার স্ত্রী কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে আমরা নিজ বাড়িতেই আইসোলেশনে আছি। বাড়িতে থেকেই চিকিৎসা চালিয়ে যাব। আমার টিমের সদস্যদের নিয়ে করোনায় মৃত ব্যাক্তির দাফন কাফনসহ আমার সকল কার্যক্রম অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ। “

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ ও তার টিম  এ পর্যন্ত বিভিন্ন ধর্মালম্বীর ৬১ টি লাশ দাফন ও সৎকার করেছেন। তার এই কাজের প্রশংসা করেছেন নেদারল্যান্ডসের সাবেক এক সংসদ সদস্য। এছাড়া দেশ-বিদেশের গণমাধ্যমগুলোতে মানবতার এই ফেরিওয়ালার নাম উঠেছে ।

সংবাদ সারাবেলা/এসএম/এসকে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন