।।সারাবেলা প্রতিবেদন, ঢাকা।।
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
শনিবার সকালে মেডিকেল বোর্ডের প্রধান জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. জাহেদ হোসেনসহ অন্য সদস্যরা চিকিৎসাধীন ওয়াহিদার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
ওয়াহিদার অক্সিজেন লেভেল ও প্রেসারের উন্নতি হয়েছে জানিয়ে মেডিকেল বোর্ডের প্রধান বলেন, মাথায় আঘাতের ফলে তার শরীরের ডানপাশটা নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছে। সেটা ঠিক হতে হয়ত একটু সময় লাগবে। এছাড়া অন্য কোনো সমস্যা এই মুহুর্তে নেই।