৫টি নিউজ পোর্টাল বন্ধের প্রতিবাদে সাংস্কৃতিক জোটের মানববন্ধন

|| সারাবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ ||

নারায়ণগঞ্জ জেলার ৫টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। এসময় গণমাধ্যমগুলো দ্রুত খুলে দেওয়ার দাবী জানান সাংবাদিক ও সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দরা।

মঙ্গলবার ২রা জুন বেলা ১১টায় শহরের আলী আহমদ চুনকা পাঠাগার ও মিলনায়তনের সামনে এ প্রতিবাদী মানববন্ধন করেন সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।

মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বী বলেন, যদি কোন কারনে পোর্টালের উপর ব্যবস্থা নিতে চান তাহলে তা প্রক্রিয়ার মাধ্যমে হওয়া প্রয়োজন। কিন্তু নোটিশ প্রেরণের ১৪ দিন আগেই সেই পোর্টাল বন্ধ করে দেয়া কোনভাবেই যুক্তিযুক্ত হতে পারে না। যদি সংবাদ প্রকাশের কারনে একটি পোর্টালকে নোটিশ পাঠানো হয় তাহলে বাকি ৪টি পোর্টাল কেন বন্ধ তার জবাব জেলা প্রশাসনকেই দিতে হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জে প্রায় ডজনখানেকের মত সাংবাদিকদের সংগঠন রয়েছে। কিন্তু আমরা দেখলাম না কোন একটি সংগঠন ৫টি অনলাইন বন্ধের প্রতিবাদ জানাতে। তাহলে সাংবাদিক সংগঠন কেন করা হয় আর এদের উদ্দেশ্য কি তা আমরা জানতে চাই। তাদের প্রতি আহবান থাকবে যে, সাংবাদিক এবং নারায়ণগঞ্জের আগামীর গণমাধ্যমের কথা চিন্তা করে আপনারা এদের পাশে দাঁড়াবেন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ওয়ার্কাস পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি এবং নিউজ নারায়ণগঞ্জের হেড অফ নিউজ শরীফ সুমন, ভোরের ডাকের জেলা প্রতিনিধি এবং যুগের চিন্তার ২৪ এর বার্তা সম্পাদক মোশতাক আহমেদ শাওন, সময় নারায়ণগঞ্জের সম্পাদক মাহবুবুর রহমান খোকা , দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি এবং প্রেস নারায়ণগঞ্জের চীফ রিপোর্টার সৌরভ হোসেন সিয়াম প্রমুখ।

সংবাদ সারাবেলা/এসএম/এসকে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন